HomeBlogAdioGellaryAbout me
18.116.62.239ec2-18-116-62-239.us-east-2.compute.amazonaws.comMozilla/5.0 AppleWebKit/537.36 (KHTML, like Gecko; compatible; ClaudeBot/1.0; +claudebot@anthropic.com)United States2024-05-132024-05-13
47407
:userstats:d=ru,x=u,l=1::
%picture%

Name: %prvar-1%
Age: %prvar-2%
Gender: %prvar-3%


:: :getid-profile::/userstats: Youtube.comWho
2013-09-16474071
Tags: 1

“ধ্বংস হোক সে ব্যক্তি যে, রমাদানের রোযা পেল কিন্তু সে জীবনে গুনা মাফ করাতে পারেনি। আমি বললাম, আমীন।

হযরত কা‘ব (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম একদা মিম্বরে উঠার সময় তিনি সিড়িতে তিনবার আমিন বললেন। সাহাবীগণ এর কারণ জানতে চাইলে উত্তরে সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বললেন, “আমি যখন প্রথম শিড়িতে পা দিলাম তখন জিবরাঈল (আ.) বললেন, “ধ্বংস হোক সে ব্যক্তি যে, রমাদানের রোযা পেল কিন্তু সে রোযা রেখে জীবনে গুনা মাফ করাতে পারেনি। আমি বললাম, আমীন। অতঃপর জিবরাঈল (আ.) বললেন, ধ্বংস হোক সে ব্যক্তি যে, আমার নাম শুনলো অথচ “ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম পড়লো না। “আমি বললাম, আমীন। অতঃপর জিবরাঈল (আ.) বললেন, “ধ্বংস হোক সে ব্যক্তি যে, বৃদ্ধ অবস্থায় তার মা-বাবাকে জীবিত পেলো, অথচ মা-বাবার সেবা করে জান্নাতের ব্যবস্থা করে নিলোনা” আমি বললাম, আমীন (সহীহ আল-বুখারী)
Back to posts
This post has no comments - be the first one!

UNDER MAINTENANCE
আল কোরআন বলে,
আল্লাহই সকল
ক্ষমতার অধিকারী।
দেশের সংবিধান বলে,
জনগনই সকল
ক্ষমতার অধিকারী।
একজন মুসলমান
হিসেবে একটু
চিন্তা করুন,
আপনি কোনটির
অনুসারী হবেন।
আল্লাহর প্রদত্ত
বিধান ইসলামের
পথে নাকি মানবরচিত
দেশের সংবিধানের
পথে?হে মুসলিম
দেশপ্রেমিক ভাই
বোন,
জানি আপনি বলবেন
দেশ ও ইসলামকে কেন
এক করছি? এর কারন
একটাই, আপনার
জীবন
ব্যবস্থা হতে হবে ইস
অনুসারে (যদি আপনি
হতে চান). আপনার
মুসলমানিত্ব,
আপনার দেশপ্রেম,
আপনার
ব্যক্তিজীবন সবই
একসূত্রে বাধা।
সবগুলুর জন্য
কেয়ামতের দিন
আপনাকে জিজ্ঞাসা
আপনার কর্মফলই
আপনাকে জান্নাত
বা জাহান্নামে নিয়ে য
সুতরাং, আপনার
জীবনের সংবিধান
আগে ঠিক করে নিন।
শুদ্ধভাবে জীবন
পরিচালনা করার
তৌফিক যেন আল্লাহ
আমাদের সকলকে দান
করেন।


Old school Easter eggs.